Boxed Width - True/False

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২১ এপ্রিল, ২০২১

মনিটাইজেমন (Monetization) কী ? কিভাবে ইউটিউব (Youtube) চ্যানেল মনিটাইজেশন (Monetization) করবেন ?

বর্তমান বিশ্বে youtube এর চাহিদা এতই বেড়েছে যে, এর গুরুত্ব আমাদের জীবনে অনেক ক্ষেত্রে প্রভাব ফেলে। সারা বিশ্বে লক্ষ লক্ষ youtuber রয়েছে যারা আজকের দিনে কোন জব না করেও নিজরে চ্যানেল তৈরী করে বিভিন্ন রকমের ভিডিও ইউটিউবে আপলোড করে টাকা আয় করে। ইউটিউব থেকে টাকা ইনকামের জন্য আপনার চ্যানেলকে সর্বপ্রথম মনিটাইজেশন (Monetization)করতে হবে যাতে আপনার চ্যানেলটি Google Adsense এর বিজ্ঞাপনের জন্য উপযোগী হই। এখন মূল কথা হচ্ছে ইউটিউব (Youtube) চ্যানেল মনিটাইজেশন (Monetization) কী? 

  • ইউটিউব (Youtube) চ্যানেল মনিটাইজেশন (Monetization) কী? 

মনিটাইজেশন হলো এমন একটি প্রসেস যার মাধ্যমে আপনি নিজের ওয়বসাইট বা ইউটিউব চ্যানেল থেকে আয় করতে পারবেন। এককথায বলতে গেলে, ওয়েবসাইট বা ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে যে উপায়ে আয় করতে পারা যায় সেই উপায়কেই বলা হয় মনিটাইজেশন।

ইউটিউব ভিডিও  চলাকালীন আমরা ভিডিওর পূর্বে, পরবর্তীতে এবং মাঝখানে বিভিন্ন রকমের Google Adsense এর বিজ্ঞাপন দেখতে পাই। এজন্য আপনার YouTube একাউন্টটিকে আপনার AdSense একাউণ্টের সাথে কানেক্ট করতে হবে। ভাল কথা, AdSense একাউন্ট না থাকলে একটি একাউন্ট খুলে নিতে হবে আর YouTube এ Monetization অপশনটি এনাবেল করতে হবে।। সেই বিজ্ঞাপন কর্তৃপক্ষ ইউটিউব এ অর্থের বিনিময়ে  বিজ্ঞাপন দেয়, তাদেরকে বলা হয় এডভারটাইজার (Advertizer) বা বিজ্ঞাপন দাতা। সেই বিজ্ঞাপনের বিভিন্ন  রেট, ভিউয়ার এর কান্ট্রি, ভিডিওতে ক্লিক এর সংখ্যা ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে সেই বিজ্ঞাপন থেকে পাবলিশার বা কন্টেন্ট ক্রিয়েটর এর একাউন্টে টাকা জমা হয়।  আর যার ভিডিওতে সেই বিজ্ঞাপন প্রদর্শিত হয় তাকে পাবলিশার বা কন্টেন্ট ক্রিয়েটর বলে। । এটি প্রাথমিক ভাবে ইউটিউব একাউন্টে জমা হয় এবং মাসের শেষে Google Adsense একাউন্টে জমা করা হয়। সেখান থেকে পাবলিশার অর্থাৎ ইউটিউব চ্যানেলের মালিকের ব্যাংক একাউন্ট এ টাকা জমা হয়।


ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য যে শর্তাবলী আপনার মানতে হবে। ঃ


  • ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে কমপক্ষে আপনার চ্যানেলের ১০০০ (এক হাজার) সাবস্ক্রাইবার থাকতে হবে। 


  • আপনার নতুন ইউটিউব চ্যানেলের Watch time ৪০০০ (চার হাজার) ঘন্টা পেতে হবে যা ২,৪০,০০০ (দুই লক্ষ চল্লিশ হাজার) মিনিট এবং তার জন্য এক বছরের সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে।


  • youtube Plicies & guideline মেনে চ্যানেলের সকল কার্যকলাপ করতে হবে। 


  • অন্য কারো থেকে ভিডিও এনে  নিজের ইউটিউব চ্যানেলে  আপলোড দিতে পারবেন না।

এইসব নিয়মনীতি গুলো যদি আপনি পূরণ করতে সক্ষম হন, তাহলে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য প্রস্তুত।


 *কিভাবে ইউটিউব(youtube) চ্যানেল মনিটাইজেশন করবেন ?

স্টেপ-1

আপনার youtube এ প্রবেশ করতে পারেবন। এখন দেখতে পারবেন যে, আপনার youtube চ্যানেল এর সাইটটিতে সবার উপরে ডান দিকে কর্ণারে আপনার প্রোফাইলের একটি ছবি দিয়ে একটি গোল আইকন থাকবে । উক্ত আইনকটিতে ক্লিক করুন।

youtube monetization,monetization meaning,account monetization,facebook monetization,monetisation,youtube channel monetization,monetization meaning in hindi,youtubes monetization process,youtube monetization explained,monetize definition,how to enable monetization on youtube,how to set up monetization for youtube,how to apply for youtube monetization,monetize,monetize synonym,being monetized on youtube,monetize meaning,monetize youtube,monetise meaning monetizing meaning



আইনটিতে ক্লিক  করার পর একটি ডাউন option bar দেখতে পারবেন। ঐ option bar টি তে অনেক অপশন রয়েছে তার মধ্যে youtube studio নামে একটি option আছে ঐটিতে ক্লিক করুন।

youtube monetization,monetization meaning,account monetization,facebook monetization,monetisation,youtube channel monetization,monetization meaning in hindi,youtubes monetization process,youtube monetization explained,monetize definition,how to enable monetization on youtube,how to set up monetization for youtube,how to apply for youtube monetization,monetize,monetize synonym,being monetized on youtube,monetize meaning,monetize youtube,monetise meaning monetizing meaning


ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার চ্যানেলের youtube studio ডান পাশে প্রোফাইল আইকন এর নিচে স্ক্রল করলে Monetization নামে একটি  option আছে ঐটিতে ক্লিক করুন।

youtube monetization,monetization meaning,account monetization,facebook monetization,monetisation,youtube channel monetization,monetization meaning in hindi,youtubes monetization process,youtube monetization explained,monetize definition,how to enable monetization on youtube,how to set up monetization for youtube,how to apply for youtube monetization,monetize,monetize synonym,being monetized on youtube,monetize meaning,monetize youtube,monetise meaning monetizing meaning


যদি আপনি ইউটিউবের সকল শর্তাদি পূরণ করতে সফল হয়েছেন তাহলে সোজা "Apply now" তে click করার পর পরের ইন্টাপেজে আপনা 3টি আলাদা স্টেপ দেখতে পারবেন।

এই  3টি পূরণ করে মূলত নিজের চ্যানেলটিকে রিভিউতে পাঠাতে পারবেন।


step1. Review partner program policies

এই স্টেপটি হলো আপনি কি  youtube partner program policies গুলোকে accept করতে হবে।

step2. Google Adsense Signup

এবার ২য় স্টেপে দেখতে পারবেন যে start link button. start link এ ক্লিক করার সাথে সাথে আপনাকে গুগল এডসেন্স এর ওয়েবসাইটে রিডাইরেক্ট করার কথা বলো হবে। আপনার কাছে যদি আগে Google Adsense এর একাউন্ট না থাকে তাহলে No, i don't have an exisiting account অপশটি সিলেক্ট করুন এবং নিচে continue বাটনে ক্লিক করুন।

যদি আপনার ব্রাউজারে আগে থেকে gmail log in করা থাকে তাহলে আপনাকে এবার Google Adsense এর homepage নিয়ে যাওয়া হবে।

homepage এর শুধু মাত্র select your country  & territory অপসন থেকে নিজের দেশ সিলেক্ট করে নিন।

এর নিচে yes, i read and accept the agreement এর option এর  click করে select করুন।

শেষে Create account লিংকে ক্লিক করুন।

 এখন আপনাকে আপনার address detials দেওয়ার জন্য বলা হবে তা সঠিক ভাবে নির্ভুলভাবে দিয়ে দিন।

 এরপর submit বাটনে ক্লিক করুন

একবার আপনার Channel এবং Adsense account লিংক হয়ে গেলে আপনার ‍ স্টেপ 2 এর কাজ শেষ


step2.Get reviewed

শেষ স্টেপ রিভিউ করা । তাতে আপনার কিছু করতে হবে না। আপনার চ্যানেলটি ইউটিউবের দ্বারা রিভিউ করা হবে। সব কিছু ঠিক থাকলে আপনার youtube Channel এর monetization enable করে দেওয়অ হবে। আপনাকে youtube এর মাধ্যমে email পাঠিয়ে দেওয়অ হব।

নিশ্চই এতক্ষণে আপনি বুঝতে পেরেচেন যে, কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য apply করতে হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages